Breaking News

বন্‌ধের বিরোধিতায় দায়ের জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট!মামলাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বনধের বিরোধিতায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে জানা গেছে, বনধের বিরোধিতায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন আইনজীবী সঞ্জয় দাস। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই মামলার আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এরকম আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্‌ধের ডাক দিয়েছিল বিজেপি। তার বিরোধিতা করে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন সঞ্জয় দাস নামে এক আইনজীবী। মামলার শুরুতেই প্রধান বিচারপতি বলেন, “এই মামলা আমি শুনবই না। মামলা খারিজ করে দিচ্ছি জরিমানা-সহ।” উল্লেখ্য, এর আগে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেছিলেন এই আইনজীবী।আদালত সূত্রের খবর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সঞ্জয় দাস। সেই সময় কলকাতা হাইকোর্টের অবকাশ চলছিল। তারই মাঝে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন ওই আইনজীবী। আইনজীবী সঞ্জয় দাসের বিরুদ্ধে ৫০ হাজার টাকার জরিমানা এবং ভবিষ্যতে কখনও কলকাতা হাইকোর্টে তিনি জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না বলে নির্দেশ দেন প্রধান বিচারপতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *