প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতাবাসীর জন্য বড় সুখবরের কথা শোনাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার রবিবারও চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। এদিন বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এবার কলকাতা ও হাওড়াবাসীর জন্য সুখবর। দুর্গাপুজোর আগে শহরবাসীকে বড় উপহার দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে রবিবারও মিলবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা।গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা এতদিন পর্যন্ত সোমবার থেকে শনিবার পর্যন্ত থাকতো। এবার থেকে রবিবারেও গঙ্গার নিচে মেট্রো পরিষেবা চালু থাকছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গঙ্গার নিচে মেট্রো পরিষেবা রবিবারেও চালু থাকবে বলে মেট্রো তরফে জানানো হল। দুপুর ২ টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।
এদিন কৌশিক মিত্র বলেন, “আসলেই এটা কলকাতা ও হাওড়াবাসীর জন্য বড় সুখবর। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছিল ১৫ মার্চ। এই সেকশনে সোম থেকে শনিবার পর্যন্ত মেট্রো চালাতাম। এবার থেকে রবিবারও মেট্রো চলবে। তবে টাইমে একটু বদল আছে। দুপুর ২টো ১৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। ১ সেপ্টেম্বর থেকেই এটা চালু হয়ে যাচ্ছে। তাই বন্ধু-বান্ধবদের জানিয়ে দিন প্রতি রবিবারই পাওয়া যাবে পরিষেবা। প্রতি ১৫ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো।” গত ৬ মার্চ ধর্মতলা স্টেশনে আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ মার্চ থেকে শুরু হয় এই রুটে যাত্রী পরিষেবা। একইসঙ্গে চালু হয় পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট এবং অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশের পরিষেবা। তবে এই তিনটি রুটের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি চর্চিত এবং আকর্ষণীয় হুগলি নদীর নীচ দিয়ে চালু হওয়া মেট্রো পরিষেবা। ছুটির দিনে হাওড়া ময়দা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চললে বিশেষভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ। পাশাপাশি দুর্গাপুজোর সময়ও যদি আড়াই মিনিটের মধ্যেই হাওড়া থেকে ধর্মতলা পৌঁছে যাওয়া যায়, তবে সেই যাত্রাপথও মানুষের কাছে হবে বিশেষ আকর্ষণের। ফলে চলতি আর্থিক বছরে মেট্রোর এই রুটে যে যাত্রী সংখ্যা আরও বাড়বে, সেই বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal