দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁচাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিক না হয়েও জয় ‘ক্ষমতাশালী’ হয়ে উঠেছেন বলে কটাক্ষ মমতার।পুত্র জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় বাবা অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিবাদন যে কটাক্ষের নামান্তর, সে আর বলার অপেক্ষা রাখে না ৷ যদিও এদিন তাঁর টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি আক্রমণ নয়, বরং মিষ্টি কথায় খোঁচা দিলেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, “অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আপনার ছেলে রাজনীতিবিদ নয়, বরং আইসিসি’র চেয়ারম্যান হয়ে গেল ৷ এমন একটা পদ যা অধিকাংশ রাজনীতিবিদের পদের তুলনায় অনেকাংশে গুরুত্বপূর্ণ ৷ সত্যিই আপনার ছেলে এখন অনেক ক্ষমতাবান ৷ আমি আপনাকে এই কৃতিত্বের জন্য অভিবাদন জানাই ৷ কুর্নিশ ৷”পর্যবেক্ষকদের অনেকের মতে, অনেকেরই ধারণা হল, অমিত শাহ তাঁর রাজনৈতিক প্রভাবকে কাজে জয় শাহকে ক্রিকেট বোর্ডের সচিব করেছিলেন। নইলে যে ছেলের সঙ্গে কোনওদিনও ক্রিকেটের উল্লেখযোগ্য সম্পর্ক ছিল না, সেই তিনি ভারতীয় ক্রিকেটে এত উঁচু পদ হঠাৎ করে দখল করে ফেললেন কীভাবে? সৌরভকে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সরানোও অনেকটাই কৌশলগত বলেও একাংশের ধারণা রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal