Breaking News

কলকাতা হাইকোর্টের রায়ে জামিনে মুক্ত ছাত্রসমাজের নেতা সায়ন, সুপ্রিম কোর্টে নবান্ন!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নবান্ন অভিযানের ঘটনায় ধৃত ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ীকে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান সায়ন৷ যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এ দিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার৷নবান্ন অভিযানে অশান্তির পরের দিন গত ২৮ অগাস্ট সায়ন লাহিড়িকে গ্রেফতার করে পুলিশ৷ ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়৷ যদিও গতকালই সায়ন লাহিড়িকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ আজ বেলা দুটোর মধ্যে সায়ন লাহিড়ির মুক্তি নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ হাইকোর্টের নির্দেশ মতোই এ দিন সায়নের মুক্তির নির্দেশ জারি করে ব্যাঙ্কশাল আদালত৷শনিবার দুপুরের মধ্যে অভিযুক্ত সায়নকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। বেলা ১টা ৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ অন্যতম আহ্বায়ক। বিচারপতি জানিয়েছিলেন, তদন্তের প্রয়োজনে বা বক্তব্য নথিভুক্ত করতে তাঁকে হেফাজতে রাখার প্রয়োজন নেই। আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। এবার সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। হাইকোর্টের ডেডলাইন শেষ হওয়ার আগেই ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্তি পান সায়ন। সায়নের অভিযোগ, দমনপীড়নমূলক ধারা প্রয়োগ করেছিল পুলিশ। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি। এদিন আদালত চত্বরে সায়নের পাশে ঠায় ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা।সায়ন লাহিড়ী বলেন, “কোর্টের রায়ে খুশি। আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম, বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই। তাই এই গণআন্দোলনকে যাঁরা সমর্থন করছেন, তাঁরা যেন পাশে এসে দাঁড়ান। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, চির কৃতজ্ঞ থাকব। আমাদের আরও সতীর্থ জেলে আছেন। তাঁদের মুক্তিরও চেষ্টা চলবে।” ২৭ অগস্ট সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক দেয় ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। কারা এই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’, তা নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছিল। এমনও অভিযোগ উঠছিল, এই অভিযানের পিছনে বিজেপি রয়েছে। যদিও কর্মসূচির দু’দিন আগে তিন যুবক কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁরাই এই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর আহ্বায়ক বলে জানান। সেখানেই ছিলেন সায়ন লাহিড়ীও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *