দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে ডাকল রাজ্য সরকার। আজ সরাসরি চিঠি পাঠিয়ে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্ত। তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ছ’টায় নবান্নে বৈঠক হবে। তাতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা যেন উপস্থিত থাকেন। সেই প্রতিনিধি দলে সদস্যের সংখ্যা ১০-১৫ জন হলে ভালো হয় বলেও জানিয়েছেন মুখ্যসচিব।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথমে জুনিয়র ডাক্তারদের আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই চিঠিতে কোথাও বলা ছিল না, মুখ্যমন্ত্রীই আলোচনায় বসবেন। বরং শুধু এটুকু বলা ছিল যে নবান্নে সিনিয়র অফিসাররা আলোচনায় বসবেন। সেই কারণে জুনিয়র ডাক্তাররাও তাতে সাড়া দেননি। পরে মঙ্গলবার রাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য স্পষ্ট করে বলেন, যে মুখ্যমন্ত্রীই আলোচনায় বসতে চেয়েছেন। এর পর বুধবার নবান্নে চিঠি পাঠিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত। তাঁদের ৩০ জন প্রতিনিধিকে নবান্নে ডাকতে হবে। এবং বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। এরই পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় থাকার কথা জানিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তাররা এ কথা জানানোর পর বুধবার সন্ধে ৬টায় তাঁদের নবান্নে ডেকেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। তবে সেই চিঠিতেও লেখা নেই যে মুখ্যমন্ত্রী ওই বৈঠকে থাকবেন। তা ছাড়া মনোজ পন্থ জানিয়েছেন, ডাক্তারদের ১২ থেকে ১৫ জন বৈঠকে যোগ দিতে আসেন। তাৎপর্যপূর্ণ হল, বৈঠক লাইভ স্ট্রিমিং করার দাবি নবান্ন মেনে নিয়েছে কিনা তা স্পষ্ট করে লেখেননি মুখ্যসচিব। বুধবার মুখ্যসচিব যে চিঠি পাঠিয়েছেন, তাতে জুনিয়র ডাক্তারদের প্রতি সুর ‘নরম’ রাখা হলেও এটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে তাঁরা কাজে ফিরে আসেননি। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে আসতে হবে। নাহলে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করলে শীর্ষ আদালত বাধা দিতে পারবে না।