Breaking News

‘ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে’মমতার নির্দেশ উড়িয়ে হুঁশিয়ারি হুমায়ুনের!

ইন্দ্রজিৎ মল্লিক :- এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের | ‘মানুষের স্বার্থ রক্ষায় রাস্তায় নামব’ বলে মন্তব্য করেন তৃণমূল বিধায়ক। হুমায়ুনের নিশানায় IAS, IPS অফিসারদের একাংশও। এমন পরিস্থিতিতে এবার সুর চড়ালেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এবার সরাসরি পথে নেমে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন শাসকদলের বিধায়ক। এদিন আরজি কর প্রসঙ্গে হুমায়ুন বলেন, “যে কোনও মৃত্যুই দুঃখজনক। আরজি করের নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি আমরাও চাই।আন্দোলনকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তা বলে আন্দোলনকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এ জিনিস আর বরদাস্ত করব না।” প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক থেকে আরজি কর প্রসঙ্গে বাকিদের কথা না বলার বার্তা দিয়েছিলেন তিনি। পুজো এবং নিজেদের এলাকার কাজে জনপ্রতিনিধিদের মন দিতে বলেছিলেন বলেও খবর সূত্রের। এরই মাঝে হুমায়ুন জুনিয়র চিকিৎসকদের তোপ দাগায় বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। ‘ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে, আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব, ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব, সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অপরাধীর শাস্তি আমরাও চাই, কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে, পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে’, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *