প্রসেনজিৎ ধর, কলকাতা :- সাতসকালে খাস কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। এক বৃদ্ধকে পিষে দিল বেপরোয়া গতির লরি। বাড়ির অদূরেই দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই বৃদ্ধ। লরির চালককে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে কেষ্টপুরে। মৃতের নাম, প্রদীপ রায়। ৬৬ বছরের বৃদ্ধ কেষ্টপুরের সমরপল্লি এলাকার বাসিন্দা ছিলেন। আজ ভোরে ডাক্তারের কাছে যাচ্ছিলেন তিনি। একাই ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার করার সময় একটি দ্রুত গতির লরি বৃদ্ধকে পিষে দেয়। চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। বৃদ্ধকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে এখনও অধরা ঘাতক লরির চালক। দুর্ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।