দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপ্তাহান্তে ফের ভোগান্তি নিত্যযাত্রীদের। বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মধ্যে একটি সেতুর রক্ষণাবেক্ষণের জন্য পাওয়ার ব্লক করা হবে। আর সেই কারণে শনিবার (১৪ সেপ্টেম্বর) এবং রবিবার (১৫ সেপ্টেম্বর)বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ ডিভিশনে। এই দু’দিনই বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহমুখী (ডাউন) লাইনে ১২ ঘণ্টা এবং বারাসতমুখী (আপ) লাইনে ১০ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে আপ এবং ডাউন, দু’লাইনেই পাওয়ার ব্লক শুরু হবে। ডাউন লাইনে এটি চলবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। আর আপ লাইনে সকাল সাড়ে ৮টা পর্যন্ত।
এক নজরে ট্রেন বাতিলের তালিকা
শনিবার
শিয়ালদহ-বনগাঁ- 33856, 33860, 33861, 33863 (আপ-ডাউন)
হাসনাবাদ-শিয়ালদহ- 33533, 33538 (আপ-ডাউন)
রবিবার
বনগাঁ-শিয়ালদা- 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817 (আপ-ডাউন)
হাসনাবাদ- শিয়ালদা- 33511,33517, 33512, 33514 (আপ-ডাউন)
দত্তপুকুর- শিয়ালদা- 33612, 33618, 33613 (আপ-ডাউন)
বনগাঁ-মাঝেরহাট-30342
লক্ষ্মীকান্তপুর-নামখানা- 34924, 34923 (আপ-ডাউন)
মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- 30712, 30711 (আপ-ডাউন)
হাবরা- শিয়ালদা- 33652, 33651 (আপ-ডাউন)
বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- 30145
মাঝেরহাট-মধ্যমগ্রাম- 30357, 30358
মাঝেরহাট-বারাসত- 30351।
বারাসত-বনগাঁ- 33361
বারাসাত- শিয়ালদা: 33432, 33434, 33431, 33435, 33439
বারাসাত–দত্তপুকুর: 33357
দত্তপুকুর– শিয়ালদা: 33616