দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ওই ২৯ জনের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।মুখ্যমন্ত্রী তাঁর নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তারদের দীর্ঘদন কাজ বন্ধ রাখার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। এর কারণে আমরা ২৯ জনের মূল্যবান জীবন হারিয়েছি। শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে, রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে।’ বৃহস্পতিবার নবান্নে ডাক্তারদের জন্য ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করার পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে ২৯ জন বিনা চিকিৎসায় মারা যাওয়ার পরিসংখ্যান সামনে এনে বলেছিলেন, ‘কত জনের বিনা চিকিৎসায় মারা গেছেন সেই তথ্য সংগ্রহ করছি’। আর তারপরের দিনই মৃতদের পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন।ডাক্তারদের কর্মবিরতির ফলে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার তাঁদের প্রতিনিধিদের নবান্নে ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা ছিল। মমতা দু’ঘণ্টারও বেশি সময় নবান্নের সভাঘরে অপেক্ষা করেছেন। কিন্তু বৈঠক ভেস্তে যায়। রাজ্য জানিয়েছিল, ডাক্তারদের ১৫ জন প্রতিনিধি নবান্নের বৈঠকে থাকতে পারবেন। জুনিয়র ডাক্তারেরা ৩২ জন গিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। সেই দাবি মানতে রাজি হয়নি নবান্ন। এই বৈঠক ভেস্তে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal