দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হচ্ছে৷ পাশাপাশি সরানো হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকেও৷ এদিন কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মিটিং প্রায় ১২টা পর্যন্ত চলেছে৷ ওনাদের পক্ষ থেকে বিয়াল্লিশ জন সই করেছেন, আমাদের পক্ষ থেকে মুখ্যসচিব সই করেছেন৷ এতক্ষণ আলোচনা করতে পেরে আমরা উভয়পক্ষই খুশি৷ ওদের বক্তব্য আমরা শুনেছি৷ আমাদের বক্তব্য আমরা ওদের সম্মান দিয়ে শুনিয়েছি৷ ওদের যে পাঁচটা দাবি ছিল, তার মধ্যে প্রথম দাবি আমাদের হাতে নেই৷ সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নজরদারি চালাচ্ছে৷ আর বাকি চার দাবির মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ দাবি করেছিল৷ ছাত্রছাত্রীদের দাবি মেনে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিতকর্তাকে আমরা সরিয়ে দিচ্ছি৷ তাঁর মানে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিতকর্তাকে অসম্মান করছি না৷ এই দুজনকে আমরা সরিয়েছি৷ আগামিকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ কমিশনারের পদে বদল আনব, নতুন সিপি দায়িত্ব নেবেন৷ যেহেতেু আগামিকাল সুপ্রিম কোর্টে কেস আছে৷ বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই ওকে দেওয়া হয়েছে৷’আরজি করের ঘটনার পর ইতিমধ্যে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুরক্ষা এবং পরিকাঠামোর উন্নয়নে ইতিমধ্যে রাজ্য উদ্যোগী হয়েছে। এদিনের বৈঠক থেকে এ ব্যাপারে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।অবশেষে জট কাটার ইঙ্গিত। অর্থাৎ শীঘ্রই কাজে ফিরতে পারেন জুনিয়র চিকিৎসকরা।