Breaking News

‘আরজি কর মামলার রিপোর্ট পড়ে আমরা বিচলিত’,শুনানির মাঝেই মন্তব্য প্রধান বিচারপতির!তদন্ত শেষের আগে রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ

প্রসেনজিৎ ধর :- আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআই-এর যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, তা দেখে বিচলিত শীর্ষ আদালত৷ এ দিন আরজি কর মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে এবং কতটা অগ্রগতি হয়েছে, তদন্তের স্বার্থেই তার সবটা এখনই জনসমক্ষে আনা হবে না৷মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শুনানি শুরু হয়েছে। সেখানেই তদন্তের অগ্রগতি জানিয়ে ফের এক দফা রিপোর্ট জমা দেয় সিবিআই। কেন্দ্রীয় দলের তরফে সিবিআই আধিকারিক সত্যজিৎ সিংহ ওই রিপোর্ট বিচারপতিদের হাতে তুলে দেন। রিপোর্ট পড়ে দেখার পর তিন বিচারপতির মত, আরজি কর-কাণ্ডের তদন্ত ‘খুবই গুরুত্বপূর্ণ জায়গায়’ রয়েছে। এর পরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “সিবিআই ঘুমিয়ে নেই। তারা তদন্ত করছে। তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “তদন্ত চলছে। এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।”শুনানির মাঝেই প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্টে যা বলা হয়েছে, তা খুবই বিচলিত করার মতো৷ এরকম কিছু যে ঘটেছে, তা জানতে পেরে আমরা খুবই উদ্বিগ্ন৷’ প্রধান বিচারপতি বলেন, ‘তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করেই দ্রুত নির্দেশ দেব আমরা৷’দু পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি শুধু জানান, আদালত যে দিকগুলিতে নজর দিতে বলেছিল. সিবিআই তদন্তে তার সবটাই খতিয়ে দেখা হচ্ছে৷ তথ্যপ্রমাণ লোপাট, ময়নাতদন্তের আগের চালান যথাযথ ভাবে হস্তান্তর না করার যে অভিযোগ সিবিআই তুলেছে, সে সমস্তও অভিযোগের সত্যতাও আদালত খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *