Breaking News

কালীঘাটে চলছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক!বৈঠকের ২ ঘণ্টা পার,চিকিৎসকদের দাবি মানবে সরকার?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার বিকেল ৫টায় বৈঠকের কথা ছিল। কিন্তু সন্ধে ৬টা ১৬ মিনিটে কালীঘাটে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বাসে চেপে পৌঁছন জুনিয়র ডাক্তাররা। তৃতীয় বারের চেষ্টায় বরফ গলল৷ সূত্রের খবর, আজ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে শুরু হয়েছে রাজ্য সরকারের বৈঠক৷ আলোচনায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও৷ সন্ধে ৬.৪০ নাগাদ বৈঠক শুরু হয় বলে খবর৷জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তিরিশ জনের প্রতিনিধি দল এ দিনের বৈঠকে যোগ দিতে গিয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে যেখানে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে, সেখানে প্রবেশ করেছেন৷ তবে এদিনের বৈঠকের কার্যবিবরণী নথিভুক্ত করার জন্য দুজন স্টেনোগ্রাফারকে নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। গত শনিবার বৃষ্টি মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর কথা মেনে কালীঘাটে পৌঁছেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেবারও নির্ধারিত সময়ের অনেক পরে গিয়ে পৌঁছন তাঁরা। তার পরেও ভিডিও রেকর্ডিংয়ের দাবিতে জেদাজেদি চলতে থাকে। তাতে ভেস্তে যায় আলোচনা। মুখ্যমন্ত্রীর শত অনুরোধেও টলানো যায়নি আন্দোলনকারীদের। তুলনায় এদিন ডাক্তাররা কিছুটা নরম। সময়ের মধ্যে তাঁরা পৌঁছননি ঠিকই। কিন্তু লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফির দাবি থেকে তাঁরা সরে এসেছেন। এমনকি জুনিয়র ডাক্তারদের বড় অংশ জানাচ্ছেন, তাঁরা চান এবার কর্মবিরতি উঠে যাক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *