দেবরীনা মণ্ডল সাহা :-মার্কিন সফরে গিয়ে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী । ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে এই প্ল্যান্ট। এই ঘোষণায় বেজায় খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক এক্সবার্তায় মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এর জন্য গর্বিতবোধ করছেন বলে লিখেছেন। তিনি লিখেছেন, কলকাতার জন্য ঐতিহাসিক বিদেশি পুঁজি বিনিয়োগের বিষয়ে আমি গর্বিত ও সৌভাগ্যবান মনে করছি। মমতা লিখেছেন, এর নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অবদানও। সেকথাই রাজ্যের নাগরিকদের জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, গতকাল আমাদের প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কলকাতায় আন্তর্জাতিক বিনিয়োগে বিষয়ে ঘোষণা করায় আমি খুশি।সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আমাদের রাজ্যে মার্কিন বিনিয়োগের বিরাট খবরের পিছনে রয়েছে আমাদের দীর্ঘ কঠিন পরিশ্রম এবং চেষ্টা। উল্লেখ্য, রবিবার মোদী-বাইডেনের আলোচনায় কলকাতায় একটি নতুন সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট গড়ে তোলার বিষয়ে বিশদে আলোচনা হয়। দুই রাষ্ট্রনেতাই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে সেন্সিং, যোগাযোগ এবং জাতীয় নিরাপত্তায় পরবর্তী প্রজন্মের তথ্যপ্রযুক্তি ও দূর সংযোগ ছাড়াও পরিবেশ বান্ধব বিদ্যুতে প্রয়োগের উপর জোর দেন। কলকাতার গ্লোবাল ফাউন্ড্রিজ এই কাজে হাত বাড়াবে। সেখানে গবেষণা ছাড়াও চিপ তৈরি হবে। এখানে বলা প্রয়োজন, সেমিকন্ডাক্টর হল বৈদ্যুতিন ডিভাইজের অত্যাবশ্যকীয় উপকরণ। এর প্রয়োগে যোগাযোগ, কম্পিউটিং, স্বাস্থ্য পরিষেবা, প্রতিরক্ষা ব্যবস্থা, পরিবহণ, পরিবেশ বান্ধব বিদ্যুৎ ছাড়াও অগুনতি কাজে ব্যবহার হয় |কলকাতার বুকে এই কারখানা তৈরি হলে বিরাট কর্মসংস্থানের পাশাপাশি তৈরি হবে দূষণমুক্ত দেশ। উন্নতি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও। কীভাবে কলকাতায় এই প্রকল্প এল, সেই যাত্রার কাহিনী নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।