Breaking News

নয়া মুখ্যমন্ত্রী পেল দিল্লি,শপথ নিলেন অতীশী!মন্ত্রিসভাতে ৫ নতুন মুখ

প্রসেনজিৎ ধর:- দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী। শবিবার দুপুরে রাজধানীতে শপথবাক্য পাঠ করলেন তিনি। এযাবৎকালীন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন ৪৩ বছর বয়সি অতিশী। অতিশীর সঙ্গেই এদিন শপথ নেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। শীলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের পর দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রী হলেন অতিশী।দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভিকে সাক্সেনার সরকারি বাসভবন ‘রাজ নিবাসে’ অতিশীর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আরও পাঁচ আপ বিধায়ক— সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গহলৌত, মুকেশ অহলাওত এবং ইমরান হুসেন।অতিশীর শপথে হাজির ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অতিশী হলেন এই মুহূর্তে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন কেজরিওয়াল। জানান, বিচার ব্যবস্থা তাঁকে মুক্তি দিয়েছে। কিন্তু জনতার আদালতে পাঁশ করার কথা বলেন। তার আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকবেন না বলে ঘোষণা করেন আপ সুপ্রিমো। একই সঙ্গে আগামী নভেম্বর মাসে যাতে দিল্লির নির্বাচন করা যাতে সম্ভব হয় সেই আবেদন নির্বাচন কমিশনের কাছে রাখেন।এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অতিশীর নাম ঘোষণা করেন কেজরিওয়াল। আজ দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অতিশী। তবে তাঁর আগে সুষমা স্বরাজ এবমগ শিলা দীক্ষিত মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। ফলে অতিশীর সামনে বড় চ্যালেঞ্জ। তা কতটা রাখতে পারবেন সেদিকে নজর থাকবে।কেজরিওয়ালের মন্ত্রিসভায় ১৩ টি দফতর সামলেছেন অতিশী। যার মধ্যে অর্থ, পাওয়ার, শিক্ষার মতো দফতরও সামলেছেন। তবে এখন নিজের হাতে কোন কোন দফতর রাখেন সেদিকেও নজর থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *