প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর মামলায় এবার সিবিআই তলব করল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। সোমবার সকাল ১১ টার মধ্যে সিজিওতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেই মতো এদিন নির্ধারিত সময়ের আগেই সিবিআই দপ্তর সিজিওতে পৌঁছান নির্মল ঘোষ। উল্লেখ্য, নির্মল ঘোষ নির্যাতিতার এলাকার তৃণমূল বিধায়ক। ঘটনার দিন অর্থাৎ গত ৯ আগষ্ট নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে আর জি করে গিয়েছিলেন তিনি। মূলত বিধায়কের বয়ান রেকর্ড করতে তাঁকে আজ সিজিওতে তলব করেছে সিবিআই বলেই মনে করা হচ্ছে।নির্মল ঘোষ জানান, সিবিআই-এর কাছে তাঁর কিছু নথি জমা দেওয়ার রয়েছে। কিন্তু কেন তাঁকে তলব করা হয়েছে, তা তিনি জানেন না। তাঁকে তলব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।গত ৯ আগস্ট যখন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে যখন নির্যাতিতার মৃতদেহ পানিহাটির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মুহূর্তে মৃতদেহ সৎকার নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল স্থানীয় বিধায়কের। তার আগে হাসপাতালে গিয়েও তিনি বলেছিলেন, ‘‘আমাদের লক্ষ্য মূল অপরাধীকে ধরা। সকলে তার জন্য চেষ্টা করছেন। সিপি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এসেছেন। প্রশাসনিক কর্তারাও আছেন। একটি নৃশংস ঘটনা ঘটেছে। কর্তব্যরত চিকিৎসককে নৃশংস ভাবে খুন করা হয়েছে। বিচার সুনিশ্চিত করার জন্য আমাদের তরফ থেকে যা করার করছি। ক্যামেরার সামনেই যা হওয়ার হচ্ছে।’’প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধর্ষণের পরে তাঁকে হত্যা করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। নির্যাতিতার দেহ সৎকারের দিন শ্মশানের বাইরে থাকা ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। সৎকারে তৎপরতা দেখানো হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। সেই ঘটনায় স্থানীয় বিধায়কের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।