Breaking News

ঘূর্ণিঝড় দানার জের! রাত ৮টার পর শিয়ালদহ থেকে চলবে না কোনও ট্রেন, বড় ঘোষণা রেলের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। আছড়ে পড়বে পুরী ও সাগর দ্বীপের মাঝে। শুধু দক্ষিণ শাখা নয়, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শিয়ালদহ স্টেশন থেকে বৃহস্পতিবার রাতে কোনও লোকাল ট্রেনই ছাড়বে না। রাত আটটা বাজলেই আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না শিয়ালদহ স্টেশন থেকে। অপর প্রান্তের শেষ স্টেশন থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে সন্ধ্যা সাতটা পর্যন্ত। তারপর যে ট্রেনের যেমন সময় গন্তব্য পৌঁছানোর কথা, সেরকম সময়েই পৌঁছাবে। কিন্তু নতুন করে কোনও লোকাল ট্রেন ছাড়বে না। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে মোট ১৪ ঘণ্টা শিয়ালদা বা কোনও প্রান্তিক স্টেশন থেকে শিয়ালদাগামী কোনও লোকাল ট্রেন ছাড়বে না। শিয়ালদা থেকে কোনও লোকাল ট্রেন ছাড়বে না শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত। আর অপর প্রান্তের শেষ স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হবে শুক্রবার সকাল ৯ টা থেকে। ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, দানার প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধে থেকে কয়েকটি শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল।
রেলের তরফে জানানো হয়েছে, শুধু দক্ষিণ শাখা নয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। আর হাসনাবাদ থেকেও এই দুই স্টেশনের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না।শুধু দক্ষিণ শাখা নয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। লোকাল ট্রেন বাতিলের সঙ্গে কয়েকটি দুরপাল্লার ট্রেন বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে রেল। বাতিলের তালিকায় রয়েছে কলকাতা-পুরী (২৪ অক্টোবর) এবং পুরী কলকাতা (২৫ অক্টোবর), ডিব্রুগড়-কম্যাকুমারী (২৩ অক্টোবর), কন্যাকুমারী-ডিব্রুগড় (২৩ অক্টোবর) সেকান্দ্রাবাদ-মালদহ (২৪ অক্টোবর), মালদহ-সেকেন্দ্রাবাদ (২৯ অক্টোবর), পুরী-জয়নগর (২৪ অক্টোবর) এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩ অক্টোবর), পাটনা-পুরী এক্সপ্রেস (২৪ অক্টোবর), শিলচর-সেকেন্দ্রবাদ (২৩ অক্টোবর), বেঙ্গালুরু-মজফফরপুর (২৪ অক্টোবর), মালদহ-দিঘা (২৪ অক্টোবর), দিঘা-মালদহ (২৪ অক্টোবর), আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল (২৪ ও ২৫ অক্টোবর) বাতিল থাকছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *