দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় শুরু হয়েছিল,সকাল সাড়ে আটটা নাগাদ শেষ হয়েছে ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল। ফলে গতি কমেছে। দুপুরের মধ্যে শক্তি হারিয়ে সাইক্লোন থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত ডানা |বাংলা ওড়িশার উপকূলে ব্যাপক ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । ইতিমধ্যেই জলে ভাসছে একাধিক এলাকা। লাগাতার বৃষ্টির সঙ্গে এলোপাথাড়ি হাওয়া চালাচ্ছে তাণ্ডব।দানার জেরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যান্য দিনের মতো দুর্যোগে ফাঁকা শহরের রাস্তা। বৃষ্টির জন্য অনেকেই বাড়ি থেকে বের হননি|
বাংলার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরে। ভেঙে পড়েছে প্রচুর কাঁচাবাড়ি। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও চলছে তুমুল বৃষ্টি। বিভিন্ন জায়গায় জমেছে জল। প্রবল ভোগান্তির শিকার আমজনতা।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শুক্রবার জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিকেল চারটে পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।রাজ্যের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভুবনেশ্বরে মৌসম ভবনের আঞ্চলিক হাওয়া অফিসের অধিকর্তা মনোরমা মোহান্তি জানিয়েছেন, শুক্রবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দাপট চলবে। ইতিমধ্যেই সেই জেলাগুলিকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।ঘূর্ণিঝড় দানার জেরে দীর্ঘ ১৪ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা। তবে এখন পুনরায় সেই পরিষেবা চালু করা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে আজ সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখা এবং শিয়ালদহ -বারাসত-হাসনাবাদ শাখা লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও হাওড়া শাখায় সকাল ১০টা পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল ছিল।এদিকে আজ সকাল ৮টা থেকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর চালু করে দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে গতকাল সন্ধ্যা থেকেই এই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। একাধিক উড়ান বাতিল করা হয়েছিল এর জেরে। তবে আজ সকাল থেকে ফের উড়ান ওঠানামা শুরু হয়েছে শহরের বিমানবন্দরে।