প্রসেনজিৎ ধর, কলকাতা :- ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্কে কাঁপছে বাংলা। মূলত ওড়িশায় ল্যান্ডফল হওয়ার কথা থাকলেও তার বড়সড় প্রভাব বাংলায় পড়বে। দুর্যোগের কথা মাথায় রেখেই লোকাল ট্রেন থেকে শুরু করে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বন্ধ ফেরিঘাটও। কিন্তু কলকাতা মেট্রোর পরিষেবায় কোনও বদল আসছে না। বৃহস্পতিবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “মেট্রো রেল কলকাতার লাইফলাইন। ঝড়ের সময়ে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে কিনা, তা নিয়ে সকলের মনেই হাজার প্রশ্ন। আমি স্পষ্ট করে জানাতে চাই, মেট্রো পরিষেবা সমস্ত রুটেই একেবারে স্বাভাবিক থাকবে। কোথাও কোনও বদল করা হচ্ছে না।” তিনি আরও জানান, “দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দমদম, হাওড়া ময়দান থেকে ধর্মতলা, ধর্মতলা থেকে হাওড়া ময়দান, সল্টলেক থেকে শিয়ালদহ, শিয়ালদহ থেকে সল্টলেক, হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়, জোকা থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে জোকা – সমস্ত রুটে নির্দিষ্ট সময়ে মেট্রো পরিষেবা শুরু এবং শেষ হবে।”অন্যদিকে নবান্নের হেল্পলাইন নম্বর (০৩৩) ২২১৪৩৫২৬/১০৭০।
জেলাগুলিতেও চালু করা হয়েছে হেল্পলাইন। আজ রাতে নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী। এই আবহে কৌশিকবাবু বক্তব্য, ‘দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়ে রাত ১০টা ৪০ মিনিটে। শনিবার ও রবিবার বাদে। ঘূর্ণিঝড়ের সময়েও সময়সূচির কোনও বদল হচ্ছে না। একইভাবে সবুজলাইনে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত গঙ্গার তলা দিয়ে যে মেট্রো পরিষেবা চালু আছে, সেটাও স্বাভাবিক থাকবে। এই রুটেও কোনও পরিবর্তন হচ্ছে না। এই রুটে সল্টলেক থেকে শিয়ালদহ মেট্রো রেলের সময়সূচিও অপরিবর্তিত থাকছে।’