প্রসেনজিৎ ধর :- বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। একটি রাসায়নিক কারখানায় এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। মধ্যমগ্রামের বাদুতে রয়েছে ওই রাসায়নিক কারখানাটি। সূত্রের খবর, এদিন দুপুরে আচমকা ওই কারখানায় আগুন লেগে যায়। তবে কী থেকে আগুন তা এখনও স্পষ্ট নয়| তেলের কারখানায় আগুন লাগার ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েক জনকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। যদিও কীভাবে আগুন লাগল এবং ঠিক কত জন জখম হয়েছেন, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। স্থানীয়দের সঙ্গে যৌথ ভাবে আগুন নেভানোর চেষ্টা চলছে। আশঙ্কা করা হচ্ছে, কারখানার ভিতরে বেশ কয়েক জন আটকে রয়েছেন।স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে আচমকা আগুন লাগে বারাসতের একটি তেলের কারখানায়। প্রাথমিক ভাবে কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তাঁরা। খবর যায় দমকল বাহিনীর কাছে। রাসায়নিক-সহ অন্যান্য দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রায় গোটা কারখানায়। আগুন নেভানোর কাজ শুরুর প্রায় সঙ্গে সঙ্গে এক জন দগ্ধ অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা। এক জনকে আগুনের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েক জন কর্মী ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে তৎপরতার সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, খোঁজ চালানো হচ্ছে।