Breaking News

‘লক্ষ্য সোনার বাংলা’কর্মসূচির সূচনা নাড্ডার, নির্বাচনী ইস্তেহারে আমজনতার মত নেবে বিজেপি, ডেঙ্গি, করোনা নিয়ে প্রকৃত রিপোর্ট লুকিয়েছে রাজ্য, রাজ্যকে বিঁধলেন জে.পি.নাড্ডা

প্রসেনজিৎ ধর :- বাংলার নির্বাচনী ইস্তেহার তৈরির জন্য সাধারণ মানুষের মতামত চায় বিজেপি | সেই উদ্দেশেই ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচির সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা | লক্ষ্মীবারে কলকাতার হেস্টিংসে বিজেপি দপ্তর থেকে এই কর্মসূচির সূচনা করে অভিনব অডিয়ো-ভিজুয়াল ইস্তেহারের উদ্বোধন করলেন জে. পি.নাড্ডা | আমজনতা কী চায়? সে বিষয়ে সরাসরি জনগণের কাছ থেকেই মতামত বা পরামর্শ নিতে চায় বঙ্গ বিজেপি | সেই লক্ষ্যে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শনিবার থেকে ছুটে বেড়াবে ২৯৪টি ডিজিটাল মোবাইল ভ্যান বা এলইডি রথ| তাতে থাকবে ‘সাজেশনস ড্রপ বক্স’ |

যাতে নিবাচনী ইস্তেহার সম্পর্কে সাধারণ মানুষ নিজেদের মতামত জানাতে পারবেন | মতামত জানানো যাবে মিসড কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও | আমজনতার সেই পরামর্শ নিয়েই তৈরি হবে বঙ্গ বিজেপির নির্বাচনী ইস্তেহার | ইস্তেহারের উদ্বোধন করে জেপি নাড্ডার প্রতিক্রিয়া, মনীষীদের দর্শনকে পাথেয় করেই তৈরি হবে সোনার বাংলা | বাংলার গৌরবময় ইতিহাস ফেরানোই যার প্রধান লক্ষ্য হবে | নাড্ডার কথায়, “আমরা সিন্ডিকেটরাজ রুখব | কাটমানি সংস্কৃতিকে শেষ করব | সপ্তম পে কমিশন, পিএম কিষাণ নিধি সম্মান, আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বাংলার মানুষ |”একইসঙ্গে নাড্ডা এদিন একযোগে আমফান, ডেঙ্গুর রিপোর্ট, করোনা আবহে রাজ্যে কেন্দ্রীয় দলের আগমন নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়কে |এদিন ইস্তেহার উদ্বোধন করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “গোটা দেশে এখন ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে | দেশের ৮ কোটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে | এ রাজ্যও তার সুবিধা পেয়েছে |” নাড্ডার আশ্বাস, ভোটে জিতে বাংলায় ক্ষমতায় এলে এ রাজ্যকে ঢেলে সাজাবে বিজেপি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *