দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাজারে আলু-পেঁয়াজের দাম আকাশছোঁয়া। নতুন আলু বাজারে আসার আগে পর্যন্ত অন্য রাজ্যে আলু রফতানি করা যাবে না, আগেই সেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ মানা হয়নি। বৃহস্পতিবার বিকেলে তা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন তাঁকে না জানিয়ে আলু রফতানি করা হয়েছে? প্রশাসনিক কর্তাদের একাংশের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।আর তাঁর নির্দেশ পেয়ে শুক্রবারই তড়িঘড়ি বৈঠকে বসলেন টাস্ক ফোর্সের সদস্যরা। আর তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলুর দাম নিয়ন্ত্রণে রপ্তানি আপাতত বন্ধ করা হল। তাতে খানিকটা দাম কমার আশায় ব্যবসায়ী-ক্রেতারা।
শুক্রবার নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক থেকে আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, স্থানীয় থানার পুলিশের একাংশের হাত ধরে বেআইনিভাবে আলু ভিনরাজ্যে রপ্তানি হচ্ছে। সেই কারণে এদিন টাস্ক ফোর্সের সিদ্ধান্ত, সেই পুলিশকে সঙ্গে নিয়েই বাজারে বাজারে অভিযান চালাবেন সদস্যরা। এদিন সকালেও বাজার পরিদর্শন করে টাস্ক ফোর্স। তাঁদের পর্যবেক্ষণ, সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে। স্থানীয় সবজি বাজারে উঠতে শুরু করলে দাম আরও কমবে। নবান্নের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিনরাজ্যে আলু রফতানি হবে না। আর বাজারগুলিতে যেমন অভিযান চলছে তেমনই জারি থাকবে। সেখানে সাহায্য করবে লোকাল থানা। নবান্নের বৈঠক শেষ হওয়ার পর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এমনটাই জানান। বিগত কয়েক মাস ধরে বাংলার বাজারে আলুর দাম বেড়ে রয়েছে। তা নিয়ে সাধারণ মানুষের চিন্তা। সেই প্রেক্ষিতেই এই ইস্যুতে মমতার বক্তব্য ছিল, ”আলু উৎপাদনে আমরা স্বনির্ভরশীল। তবু আমাদের রাজ্যের মানুষকে কেন বাড়তি দাম দিয়ে আলু কিনে খেতে হবে?” রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি এও বলেন, ”কীভাবে বাংলার মানুষকে বিপদে ফেলে বাইরে আলু পাঠানোর সাহস হয়? এখনই পদক্ষেপ করতে হবে।”