প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবার বিধানসভার ৬টি আসনে উপ নির্বাচনের ফল ঘোষণা হবে। তারপরই সোমবার বিকেল ৪টের সময়ে কালীঘাটে তাঁর বাসভবনে তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি -সহ কর্মসমিতির সদস্যরা। বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কী কী পরিবর্তন করা উচিত, তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের অন্দরের রদবদল ইস্যুও এই বৈঠকে গুরুত্ব পাবে বলে সূত্রের খবর।তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই বৈঠক থেকেই বিশেষ বার্তা দেওয়া হবে। আগামী সোমবার শুরু হচ্ছে সংসদের এবং বিধানসভার শীতকালীন অধিবেশন। তাই কোথায়, কেমন স্ট্র্যাটেজি নিতে হবে সেটা এই বৈঠকে বাতলে দেওয়া হবে। তাই সোমবার দলের বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী। আর বৈঠক হবে কালীঘাটে। সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কোন কোন বিষয় তুলে ধরবেন, বিধানসভায় কোন ইস্যুগুলিতে চর্চা করতে হবে সে বিষয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। তবে জাতীয় রাজনীতির পেক্ষাপটে তৃণমূল কংগ্রেস আগামী দিন কী অবস্থান নিতে চলেছে, সেটা সম্পর্কেও জানা যাবে।কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের মতে, শুরুতে জেলা সংগঠনে রদবদল হওয়ার কথা। সে জন্য ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার দরকার ছিল না। এও হতে পারে যে সোমবারের আগে রবিবারই রদবদলের ব্যাপারে প্রাথমিক ঘোষণা হয়ে গেল। তবে ওয়ার্কিং কমিটির বৈঠকে সাংগঠনিক দায়িত্ব বন্টনের ব্যাপারে কিছু আলোচনা হতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal