দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচনে কার্যত সবুজ ঝড় দেখা গেছে।বেশ বড় ব্যবধানেই বিরোধী শিবিরকে হারিয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। উপনির্বাচনের ফল সামনে আসতেই বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।’তৃণমূলের এই ফলাফল অবশ্য প্রত্যাশিত ছিল। চিন্তা ছিল একমাত্র বিজেপির দখলে থাকা মাদারিহাট নিয়ে। শনিবার সকালে ভোটগণনার শুরু হয়। বেলা যত গড়িয়েছে, ততই ঘাসফুল শিবিরের জয়ের রাস্তা মসৃণ হয়েছে। মাদারিহাটের গেরুয়া গড়ও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ঘাসফুলের দাপটে | আর তারপরই ছয় প্রার্থীর জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কৃতিত্ব দিয়েছেন মা-মাটি-মানুষকে। সেইসঙ্গে লিখেছেন, ‘আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।’ এই ফলাফল প্রকাশ্যে আসতেই আরও সক্রিয়ভাবে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা।’ উপনির্বাচন হয়েছে মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। সকাল থেকেই ভোটের ব্যবধানে শাসকদলের প্রার্থীরা অনেকটাই এগিয়ে ছিলেন। জয় নিশ্চিত ধরে নিয়েই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো সেলিব্রেশন মুডে চলে আসেন শাসকদলের কর্মী সমর্থকরা |