দেবরীনা মণ্ডল সাহা :- উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধী সাংসদরা। মঙ্গলবার বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাব ভারতের সংসদীয় ইতিহাসে এই প্রথম।কংগ্রেসের নেতৃত্বে এই অনাস্থা নোটিস আনা হয়। সংসদের উচ্চকক্ষে চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদের ক্রমাগত সংঘাতের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ধনকড়ের বিরুদ্ধে বিরোধী শিবির যে অনাস্থা আনতে চলেছে সে আভাষ পাওয়া গিয়েছিল গতকালই। এই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয়, রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাত করে চলেছেন ধনকড়। বিরোধী সাংসদদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বিরোধীরা কথা বলতে উঠতে বার বার বাধা দেওয়া হচ্ছে তাঁদের, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না। অন্যদিকে, শাসকদলের সাংসদদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে।লাগাতার এই ঘটনায় ক্ষুব্ধ বিরোধী শিবির | সংবিধানের ৬৭(বি) ধারায় উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রস্তাব আনল। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই প্রস্তাব পেশ করার করার কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি লেখেন, ‘সংসদে যেভাবে পক্ষপাত করে চলেছেন চেয়ারম্যান তাতে অনাস্থা ছাড়া অন্য কোনও বিকল্প আমাদের কাছে নেই।’ সূত্রের খবর, কংগ্রেসের এই প্রস্তাবে ইতিমধ্যেই সাক্ষর করেছেন ৭০ জন বিরোধী সাংসদ।ইন্ডিয়া জোটের অভিযোগ, সংসদের উচ্চকক্ষে শাসক শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট জগদীপ ধনখড়। যে ভাবে বিরোধী সাংসদদের ভাষণের সময়ে বাধা দেওয়া হয় তা কার্যত নজিরবিহীন।বিজেপির প্রতি তাঁর আনুগত্য রাজ্যসভার সর্বোচ্চ পদে থাকাকালীনও প্রকাশ পাচ্ছে বলে অভিযোগ বিরোধী শিবিরের সাংসদদের। নির্লজ্জ পক্ষপাতিত্ব, অযথা কণ্ঠরোধের মতো অভিযোগের কারণেই রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব পেশ করা হলো বলে জানা যাচ্ছে।