প্রসেনজিৎ ধর :-মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। ৪৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। দেশের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মঙ্গলবারই প্রথম আরজি কর মামলার শুনানি হয়।এদিন মামলার শুনানিতে আরজি কর মামালায় অন্যতম দুই অভিযুক্ত টালা থানার প্রাক্তন এসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। পাশাপাশি শিয়ালদহ কোর্টে ট্রায়ালে যাতে দেরি না হয় সেই নিয়ে CJI বলেন, শিয়ালদহ কোর্টে ট্রায়ালে দেরি হলে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, “শিয়ালদহ কোর্টে যদি বিচার প্রক্রিয়ায় দেরি হয়, তা হলে মামলাটি পরবর্তী শুনানির আগে শুনবে আদালত”।প্রধান বিচারপতি বলেন, “শিয়ালদহ কোর্টে ট্রায়ালে দেরি হলে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যাবে। পরবর্তী শুনানির আগে মামলাটি শুনবে আদালত।”কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, “ওই সংক্রান্ত মামলাটি হাই কোর্টে বিচারাধীন রয়েছে। তাই ওই আবেদনটির শুনানি হবে না।”আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “একটি ইমেল আইডি চালু করবে ন্যাশনাল টাস্ক ফোর্স (এনটিএফ)। সেখানে দাবি বা অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা। সব খতিয়ে দেখে ১২ সপ্তাহ পরে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স।প্রধান বিচারপতি জানান, আরজি কর মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ।