প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে অস্বস্তিতে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালিঘাটের কাকু’। সিবিআই গ্রেফতারি আশঙ্কা করে আগাম জামিনের আবেদন করেছিলেন ‘কালিঘাটের কাকু’। তবে আগাম জামিনের আবেদন মামলায় নিম্ন আদালতের প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট।ইডির মামলায় জামিন পাওয়ার পরই কেন সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করতে মরিয়া হয়ে উঠল সিবিআই? প্রশ্ন করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। নতুন করে কী এমন তথ্য মিলেছে, যার জেরে গ্রেপ্তারির সিদ্ধান্ত, তাও জানতে চান বিচারপতি। এদিকে সিবিআইয়ের দাবি, বিশেষ আদালত থেকে প্রোডাকশান ওয়ারেন্ট জারি হয়েছে| সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী মিলন মুখার্জির আবেদন, নিম্ন আদালতের প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করুক ডিভিশন বেঞ্চ। সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বরং কেন তাকে আগাম জামিন মঞ্জুর করা হবে এই মর্মে কিছু প্রশ্ন করে আদালত।সেই প্রশ্নের জবাব দিতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের।