দেবরীনা মণ্ডল সাহা :-চলতি মাসের গোড়ার দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিতে গিয়ে জানিয়েছিলেন যে করোনার টিকাকরণ শেষ হলেই সিএএ লাগু করা হবে | তারই পাল্টা সভায় বৃহস্পতিবার ঠাকুরনগরে একই মাঠে হাজির ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় | এদিন প্রথমে তিনি মতুয়াদের মূল উপাসনাস্থল হরিচাঁদ মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর সেখান থেকে সোজা সভাস্থলের মাঠে পৌঁছে যান | এদিন অভিষেক বলেন, “ভোটের আগে নাগরিকত্ব নিয়ে ভাঁওতা দিচ্ছে বিজেপি| বলছে ক্ষমতায় এলে নাগরিকত্ব দেবে। ভ্যাকসিন দেওয়া শেষ হলে নাগরিকত্ব দেবে | ভারতবর্ষ ১৩০ কোটি মানুষের ভ্যাকসিন দিতে বছরের পর বছর কেটে যাবে |”
তৃণমূল যুব সভাপতি বোঝানোর চেষ্টা করেন মতুয়াদের নাগরিকত্বের জন্য আলাদা করে কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই | সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বললেন, “লোকসভার আগে অনেক কথা বলে আপনাদের ভোট নিয়েছে | আপনারাই এই মানুষগুলোকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করেছেন | আপনারা প্রত্যেকেই নাগরিক | আপনারা যদি অবৈধ হন, তাহলে নরেন্দ্র মোদিও অবৈধ |” সিএএ-এর পাশাপাশি এনআরসি ইস্যুতেও বিজেপিকে বিঁধেছেন অভিষেক | স্ত্রী রুজিরাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়ে এদিন অভিষেক বলেন,”যতই সিবিআই, ইডি লেলিয়ে দিন, কোনও লাভ হবে না। আমার জেদ দ্বিগুণ |” বুঝিয়ে দিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে তৃণমূল তথা দলের সদস্যদের পরিবারকে মোটেও চাপে ফেলা যাবে না | অভিষেক চ্যালেঞ্জের সুরে বললেন, ”মানুষ সব জবাব দেবে ভোটে | এবার তৃণমূল ২৫০-র বেশি আসন পাবে |”