দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আবার কেন্দ্রীয় স্বীকৃতি পেল বাংলা। আর তাতেই প্রমাণ হল অন্যান্য রাজ্য থেকে এগিয়ে বাংলা। প্রাণীজ প্রোটিন অর্থাৎ দুধ, ডিম এবং মাংস উৎপাদনের হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। জনসংখ্যায় দেশের বৃহত্তর রাজ্য উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় বৃহত্তম মহারাষ্ট্র। এই দুই রাজ্যকে পিছনে ফেলে বাংলা এগিয়ে গিয়েছে। জনসংখ্যার নিরিখে তৃতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। আজ, সোমবার এক্স হ্যান্ডেলে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বাংলা। উত্তরপ্রদেশকে পিছনে ফেলেছে রাজ্য। কেন্দ্র সরকার এই তথ্য দিয়েছে। রাজ্যের প্রশংসাও করেছে মোদি সরকার। কেন্দ্রীয় তথ্য বলছে, ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ মাংস উৎপাদন হয়েছে বাংলায়। গোটা দেশের ১২.৬২ শতাংশ।দুধ উৎপাদনেও এগিয়ে বাংলায়। দেশে দুগ্ধ উৎপাদনের গড় ৩.৭৮ শতাংশ। সেখানে বাংলায় উৎপাদন হয়েছে ৯.৭৬ শতাংশ দুধ। পোলট্রি বিভাগেও উৎপাদনে রেকর্ড করেছে রাজ্য। বাংলায় ডিম উৎপাদনের হার ১৮.০৭ শতাংশ। গোটা দেশের গড় হার ৩,১৮ শতাংশ। সবমিলিয়ে প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের মধ্যে রেকর্ড গড়ল বাংলা।এই তথ্য কেন্দ্রীয় সরকার দিয়েছে। যেখানে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্যকে পিছিয়ে দিয়ে এগিয়ে গিয়েছে বাংলা। বাংলায় প্রধান বিরোধী দল বিজেপি। যারা প্রত্যেক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে থাকে এবং বিরোধিতা করে। সেখানে এই সাফল্য নিঃসন্দেহে জবাব দেওয়ার সামিল। আর এই সাফল্য এসেছে নানা পরীক্ষা–নিরীক্ষা এবং অভিনব নীতি নেওয়ার ফলেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এর আগেও একাধিক কেন্দ্রীয় স্বীকৃতি পেয়েছে বাংলা। এমনকী বাংলার একাধিক সামাজিক প্রকল্পও কেন্দ্র এবং বিদেশে স্বীকৃতি পেয়েছে।এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমাদের বার্ষিক বৃদ্ধির হার ১৮.০৭ শতাংশ। জাতীয় গড় ৩.১৮ শতাংশ। এই অর্জন আমাদের উদ্ভাবনী নীতি এবং নানা অভিনব কর্মসূচির প্রমাণ। আমাদের কৃষক এবং উৎপাদকদের শক্তির পরিচয় এটি।’