Breaking News

যোগীকে খুনের হুমকি দেওয়া মালদহের যুবককে পাকড়াও করল উত্তরপ্রদেশ পুলিশ!

নিজস্ব সংবাদদাতা :- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর তার জেরে পুলিশের হাতে গ্রেফতার হলেন বাংলার মালদা জেলার এক বাসিন্দা। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ধৃত ওই আততায়ীর কাছ থেকে নানা অস্ত্র–সহ আপত্তিকর কিছু জিনিস উদ্ধার হয়েছে। গোটা অপারেশনটি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে ওই গ্রেফতার হওয়া ব্যক্তিকে দফায় দফায় জেরে করছে পুলিশ। ধৃতের থেকে ৩১৫ বোরের পিস্তল, কার্তুজ, একটি ছুরি, আপত্তিকর কিছু ছবি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শেখ আতাউল। সে মালদহ থানার রতুয়ার সাহাপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, কয়েক বছর ধরে দিল্লিতে রিকশা চালকের কাজ করে আতাউল।গোপন সূত্রে খবর পেয়ে ট্র‌্যাক করতে থাকে এই আতাউলকে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র‌্যাক করে উত্তরপ্রদেশ পুলিশ মালদায় আসে। যদিও গ্রেফতার হওয়া আতাউলের বিরুদ্ধে অভিযোগ, এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানোর চেষ্টা করেছে। তারপর বাংলাদেশ ইস্যু নিয়ে নানা উসকানিমূলক মন্তব্য করেছে সেকানে। সংখ্যাগুরু–সংখ্যালঘু নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তপ্ত করেছে। এমনকী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়ো পৌঁছে যায় উত্তরপ্রদেশ পুলিশের কাছে। তখন থেকেই ট্র‌্যাক করা শুরু হয় এই আতাউলকে। তদন্তে নেমে জানতে পারে পুলিশ এই আতাউল আসলে একজন আততায়ী। গা–ঢাকা দিয়ে রয়েছে মালদায়। আর এভাবেই চমকে অর্থ রোজগার করে থাকে সে। তবে কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *