প্রসেনজিৎ ধর :- ভোটের কাঠি পড়ল বলে!বিধানসভা ভোটের দিন ঘোষণা হতে পারে আজ বিকেলে| বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে | বিকেল সাড়ে চার’টে নাগাদ নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের সম্ভাবনা এমনটাই সূত্রের খবর | ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হবে আদর্শ আচরণবিধি | সূত্রের খবর, ৮ দফায় ভোট হতে পারে বাংলায় | সূত্রের খবর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে ভোট | কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের একটি সভায় ইঙ্গিত করেছিলেন, বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হতে পারে আগামী ৭ মার্চ | কিন্তু সূত্রের খবর, অতদিন পর্যন্ত অপেক্ষা নয়,আজই ঘোষণা হয়ে যেতে পারে ভোটের দিনক্ষণ ঘোষণা |
বাংলা ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে একসঙ্গে নির্বাচন ঘোষণা হওয়ার কথা | সবকটি রাজ্যেরই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে মে মাসে | প্রসঙ্গত,ভোটের নির্ঘন্ট স্থির করতে দিল্লিতে ইতিমধ্যে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন | ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যে ঘুরে গিয়েছেন কমিশনের প্রতিনিধিরা | নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে তাঁদের কয়েকবার আলোচনাও হয়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার খবর প্রসঙ্গে রাজ্যের শাসক শিবির তৃণমূলের তরফে বলা হয়েছে, তাদের আশা, নির্বাচন কমিশন ‘নিরপেক্ষ’ ভাবে কাজ করবে। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ‘অবাধ’ এবং ‘নিরপেক্ষ’ ভোট হবে |