প্রসেনজিৎ ধর :- বৃহস্পতিবারই গেরুয়া শিবিরে যোগদান করেছে টলিউড অভিনেত্রী পায়েল সরকার | আর বিজেপিতে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষভাবে কটাক্ষ করলেন অভিনেত্রী | জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে মমতা ইলেক্ট্রিক স্কুটারে চড়ে নবান্ন এবং নবান্ন থেকে বাড়ি যান যান মুখ্যমন্ত্রী | ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্কুটি চালানোকে ‘নাটক’ বলে বিঁধেছেন বিরোধীরা | এই প্রেক্ষাপটে স্কুটি চালানোর ছবি টুইট করে পায়েল সরকার লিখেছেন, ‘বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে |’ এমনকি টুইটে আত্মনির্ভর ভারত হ্যাশট্যাগ দিয়েছেন পায়েল | পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে তৃণমূল কংগ্রেস যখন ‘বাংলার এনার্জি মমতা ব্যানার্জি’ স্লোগান দিয়ে জোর প্রচার শুরু করেন, তার পাল্টা হিসেবেই পায়েল সরকার ওই ছবি প্রকাশ করেন বলে মনে করছেন অনেকে | মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেই পায়েলের এই টুইট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ |
Hindustan TV Bangla Bengali News Portal