প্রসেনজিৎ ধর :- একুশের ভোটের রাজনৈতিক লড়াইয়ে কোন দলের কারা যোদ্ধা কারা, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে | আর নির্ঘন্ট ঘোষণা হতেই ১৩০টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করল রাজ্য বিজেপি, এমনটাই সূত্রের খবর | জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ১৩০টি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছে রাজ্য বিজেপি | বিজেপি সূত্রে খবর, প্রায় সব আসনেই সম্ভাব্য দুই বা তার বেশি প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে | আরও জানা গিয়েছে, কারা প্রার্থী হতে পারেন তা দলের রাজ্য সংগঠনের শীর্ষ পদাধিকারী এবং বিভিন্ন সাংগঠনিক জোনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল | সেই অনুযায়ী বিভিন্ন আসনের ক্ষেত্রে একাধিক নাম পাঠিয়েছেন স্থানীয় নেতৃত্ব | সেই তালিকা থেকে প্রাথমিক বাছাইয়ের পর এই তালিকা তৈরি হয়েছে | এবার সেই তালিকা দেওয়া হয়েছে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে | জেলা ও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ]ক্রমে চূড়ান্ত প্রার্থী নামে শিলমোহর দেওয়া হবে | বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, একসঙ্গে ২৯৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না | বিজেপি সূত্রে খবর, শুভেন্দু-রাজীবদের মতো হেভিওয়েট নেতাদের সামনে এনে একুশের ভোটযুদ্ধে লড়তে পারে গেরুয়া শিবির | অন্যদিকে এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তারকা মুখ দেখা যেতে পারে বলে জল্পনা রাজনৈতিক মহলে |