Breaking News

আসানসোলে হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন!পুড়ে ছাই একাধিক দোকান, ছড়ায় আতঙ্ক

প্রসেনজিৎ ধর :- সরকারি হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন । ঘটনাস্থল আসানসোলের পোলো গ্রাউন্ড | বুধবার বেলা ১ টা নাগাদ এই আগুন লাগে বলে মেলার কর্মীরা জানিয়েছেন |প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবারের স্টল থেকেই এই আগুন লেগেছে | যদিও আগুন লাগার ঘটনার প্রায় এক ঘণ্টা পর দমকল ঘটনাস্থলে পৌঁছয় | ততক্ষণে কটি স্টল পুড়ে ছাই হয়ে গিয়েছে | ঘটনার জেরে মেলার কর্মীরা ক্ষুব্ধ | কার গাফিলতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন| প্রাথমিক অনুমান, বুধবার দুপুরের দিকে মেলার এক খাবারের দোকানে আগুন লাগে। তা থেকে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। হস্তশিল্প মেলায় মূলত কাঠ, বেতের আসবাবপত্র ও সামগ্রী থাকায় দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দোকানিরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই।অগ্নিকাণ্ডে মেলার প্রায় ৭টি স্টল পুড়ে যায়। তার মধ্যে ছয়টি খাবারের স্টল রয়েছে। সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন হস্তশিল্প মেলা চত্বরে একটি ফুড স্টলে আগুন লাগে। এরপর একে একে বাকি স্টলে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর স্টল মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা পরপর থাকা স্টলগুলিকে গ্রাস করে। সেইসময় দমকা হাওয়া চলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্য স্টলগুলিতে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য তৎপর হন। পরে দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে দমকলকর্মী প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আসানসোলের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকার কাছেই চলা এই মেলায় কিভাবে বিধ্বংসী আগুন লাগল ও কেনই বা তা দ্রুত নেভানো গেল না তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনার খবর পেয়ে প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মেলা চত্বরে ছুটে আসেন। সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ওসি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *