প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার ঘরোয়া কোন্দল চরম মাত্রায় পৌঁছে গেল বঙ্গ বিজেপির | আদি–নব্যদের কোন্দল দেখা গেল দক্ষিণ কলকাতায়। দলীয় কর্মীদের হাতে রীতিমতো নিগৃহীত হলেন দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এমন তাণ্ডব পরিস্থিতি তৈরি হল যার ফলে অনুষ্ঠান ভণ্ডুল হয়ে গেল।
রবিবার ঠাকুরপুকুরের আনন্দনগর বাজার এলাকায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ছিল। সেখানে দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের সংবর্ধনা দেওয়ার কথা ছিল। অভিযোগ, ওই অনুষ্ঠানের মাঝে অন্য শিবিরের একদল বিজেপি কর্মী-সমর্থক পৌঁছন। কেন দীর্ঘদিনের কর্মীদের সক্রিয় সদস্যপদ দেওয়া হচ্ছে না, সে প্রশ্ন তোলেন তাঁরা। তা নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি তেতে ওঠে। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। জেলা বিজেপি সভাপতির এক অনুগামীর গায়ে কালি ছোড়া হয় বলেও অভিযোগ। দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতির তরফে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে |বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে এভাবে বিজেপির কোন্দল প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে অস্বস্তিতে বঙ্গ বিজেপিও। তবে এ ব্যাপারে রাজ্য নেতাদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
Hindustan TV Bangla Bengali News Portal