Breaking News

রাজ্যের ৩ নিহতের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মমতার!শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি,পরিবারকে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কাশ্মীরের পহেলগাঁওয়ে নিহত রাজ্যের তিন বাসিন্দার পরিবারকেই ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার |শুধু তাই নয়, মৃতদের পরিবারের সদস্যরা কেউ চাইলে রাজ্যের পক্ষ থেকে চাকরিও দেওয়া হবে| শুধু তাই নয়, কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে নিহত সেনা জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারকেও ১০ লক্ষ টাকার সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী| তাঁর স্ত্রীকেও রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পরিবার চাইলে নিহত সেনা জওয়ানের দুই সন্তানের পড়াশোনার ভারও পরিবার চাইলে রাজ্য সরকার নেবে| শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, নিহত তিনজনের প্রতিটি পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে রাজ্যের তরফে। শুধু আর্থিক সাহায্য করেই পাশে থাকা নয়, পহেলগাঁওয়ে নিহত কলকাতার বিতান অধিকারীর মা-বাবার আর্থিক অবস্থা সঙ্গীন হওয়ায় এই পরিবারকে বাড়তি সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেবে সরকার। তাতে মাসে ১০ হাজার টাকা পাওয়া যাবে। পাশাপাশি তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে। এছাড়া বেহালা ও পুরুলিয়ায় নিহতদের পরিবারের কেউ চাকরি চাইলে, তার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। এসবই জানালেন মুখ্যমন্ত্রী নিজে।শুক্রবার রাতে জওয়ান ঝন্টু আলি শেখের দেহ কলকাতায় আসে। শনিবার সকালে তাঁর কফিনবন্দি দেহ পৌঁছয় তেহট্টের পাথরঘাটার গ্রামের বাড়িতে। তাঁর শেষযাত্রায় রাস্তায় নেমে আসে গোটা গ্রাম। সঙ্গে গিয়েছিলেন রাজ্য সরকারের প্রতিনিধি। তাঁর ফোনেই নিহত জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কথা বলার পরই মুখ্য সচিবের সঙ্গে চাকরিহারা অশিক্ষকদের কর্মীদের মিটিংয়ের মাঝে ফোনে যোগ দিয়ে চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। তিনি বলেন, “নিয়ম মেনে ঝণ্টুর স্ত্রীকে চাকরি দেওয়া হবে।” সঙ্গে ক্ষতিপূরণের কথাও বলেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, নিহত জওয়ানের সন্তান যদি আগ্রা থেকে এসে রাজ্যে পড়াশোনা করতে চায় তাহলে তিনি বিষয়টি দেখবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *