Breaking News

তাজপুরের সমুদ্রে স্নান করতে গিয়েই বিপত্তি!তলিয়ে গেলেন ৩ পর্যটক, মৃত ১

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-তাজপুরের সমুদ্রে স্নান করতে নেমে সমুদ্রের স্রোতে তলিয়ে গেলেন তিনজন পর্যটক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং নুলিয়ারা। পর্যটকদের উদ্ধার করতে অত্যন্ত তৎপরতার সঙ্গে সমুদ্রে নামেন। তড়িঘড়ি উদ্ধার করা হয় দুই পর্যটককে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তৃতীয় পর্যটকের। ইতিমধ্যেই, সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও নুলিয়ারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটকরা কলকাতা থেকে তাজপুরে ঘুরতে এসেছিলেন।মঙ্গলবার দুপুরে তাজপুর সৈকতে স্নান করতে নেমে তিনজন পর্যটক সমুদ্রের স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে তৎপর হয় পুলিশ ও নুলিয়ারা। তড়িঘড়ি উদ্ধার করা হয় দুই পর্যটককে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রে স্নানের সময় নির্ধারিত সতর্কতা মানা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরেই আবহাওয়ার অবস্থা ভাল নয়। টানা বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জানা গিয়েছে, এদিন খারাপ আবহাওয়ার কারণে উত্তাল ছিল সমুদ্রও। তার মধ্যেই স্নান করতে নেমেছিলেন ওই তিন পর্যটক। স্রোতের টানে নিয়ন্ত্রণ না রাখতে পেরে তিনজনেই তলিয়ে যান সমুদ্রে এমনটাই খবর সূত্রে। তবে দু’জনকে উদ্ধার করা গেলেও এক পর্যটক এখনও পর্যন্ত নিখোঁজ বলেই জানা গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *