প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য সরকার কেন্দ্রের হারে বা সর্বভারতীয় মূল্যসূচকের ভিত্তিতে ডিএ (মহার্ঘ ভাতা) দিতে বাধ্য নয়— এই মর্মে স্পষ্ট ব্যাখ্যা মিলল ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে। ২৭ তারিখের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সে বিষয়ে কোনও বিজ্ঞপ্তি এদিন পর্যন্ত জারি হয়নি। আজ সেই বিজ্ঞপ্তি জারির শেষ দিন। উল্লেখ্য, দিনকয়েক আগে হাইকোর্ট ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্যকে ১জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই নির্দেশ মেনেই এই রিপোর্ট সামনে আনল নবান্ন। মোট ১৯৭ পাতার এই রিপোর্টের একটি অংশে রাজ্য সরকারি কর্মীদের ডিএ’র প্রসঙ্গটি ব্যাখ্যা করা হয়েছে। সেখানেই ১৩১ নম্বর পাতার ১২.৪ পয়েন্টে বলো হয়েছে ‘আলোচ্য বিষয়গুলি বিবেচনা করে কমিশনের সুপারিশ, রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী সরকার বিভিন্ন সময়ে রাজ্য সরকারি কর্মীদের কতটা পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে, তা নির্ধারণ করতে পারে।’ আরও বলা হয়েছে, এআইসিপিআই মেনে রাজ্যকে যে ডিএ দিতেই হবে, এমনটা নয়। যার অর্থ, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার রীতি রাজ্যকে অনুসরণ করতে বাধ্য করা যাবে না।প্রসঙ্গত, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে এবং তার ভিত্তিতে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন। তবে কেন্দ্রের মতো হারে ডিএ দেওয়া নিয়ে যে চাপ রয়েছে, তা এড়াতে এবার কমিশনের সুপারিশকে হাতিয়ার করল রাজ্য প্রশাসন।
Hindustan TV Bangla Bengali News Portal