নিজস্ব সংবাদদাতা :- ফের অমানবিক ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। করিডরে পড়ে থাকা রোগীর দেহ খুবলে খেল কুকুর। বৃহস্পতিবার সকালে মেডিকেলের অনকোলজি বিভাগের সামনের করিডরে এই দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হতেই তড়িঘড়ি দেহ ওখান থেকে সরিয়ে নিয়ে যান হাসপাতালের কর্মীরা।সূত্রের খবর, অঙ্কোলজি বিভাগের করিডোরের সামনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়েছিল। দাবি করা হচ্ছে, একটি কুকুর দেহের একটি পা খুবলে খাচ্ছিল। এ খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক তৎপরতায় মৃতদেহটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও এ ব্যাপারে হাসপাতালের তরফে কোনও অধিকারিক মুখ খুলতে চাইছেন না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেডিক্যাল কলেজের বিভিন্ন জায়গায় অনেক ভবঘুরে শুয়ে থাকেন। এরকমই কোনও অসুস্থ ভবঘুরের মৃতদেহ এটি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।বৃহস্পতিবার সকালে জানাজানি হতে স্বাস্থ্যকর্মীরা দেহটি সরিয়ে নিয়ে যান মর্গে। তবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ধরনের ঘটনা নতুন নয়। ২০২২ সালের ৩০ মে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসা আহত রোগীর কাটা হাত মুখে করে ঘুরতে দেখা গিয়েছিল একটি কুকুরকে। বৃহস্পতিবারের ঘটনাতেও হাসপাতালে চত্বরে শোরগোল শুরু হয়।মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কাম সুপার ডঃ সঞ্জয় মল্লিক জানান, হাসপাতাল চত্বরে ভবঘুরে এবং রাস্তার কুকুর নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা ভোগ করতে হচ্ছে। তিনি বলেন, ‘ঠিক কী ঘটনা ঘটেছে, তা নিরাপত্তারক্ষীদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা আগেই পশুপালন দপ্তরকে বলেছিলাম রাস্তার কুকুরদের কিছু ব্যবস্থা করতে। তা এখনও হয়নি। পুরো ঘটনাটি জানিয়ে আমি স্বাস্থ্য দফতরে একটি রিপোর্ট জমা দেব।’
Hindustan TV Bangla Bengali News Portal