নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী | অভিষেকের দায়ের করা মামলার শুনানি প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট | বর্ধমান আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় |
সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন শুনানি প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করলেন হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ | প্রসঙ্গত, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে গত ফেব্রয়ারিতে মন্তব্য করেন ‘তোলাবাজ ভাইপো’ বলে| তারই বিরুদ্ধে বর্ধমান আদালতে মানহানির মামলা দায়ের করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় | এর প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু | বুধবার হাইকোর্টের বিচারপতি শিবপ্রসাদ নির্দেশ দেন ৩১ শে মার্চ পর্যন্ত বর্ধমান নিম্ন আদালতে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না | পাশাপশি, ৩১ তারিখ অবধি অন্তর্বর্তকালীন স্থগিতাদেশ জারি করে আদালত | আগামী ৩১ তারিখ এই মামলার শুনানি |