Breaking News

প্রথম দু’দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা বামেদের,পরিচিত মুখেদের উপর ভরসা বামেদের

দেবরীনা মণ্ডল সাহা :-তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই শুক্রবার প্রথম ও দ্বিতীয় দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট | সংযুক্ত মোর্চার তথা বামফ্রন্ট-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের বাম প্রার্থীদের নাম ঘোষণা করছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু |

এদিন আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করছে বামেরা | আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের নেতৃত্বের পাশাপাশি রয়েছে কংগ্রেস ও আইএসএফ নেতৃত্বও |

এক নজরে দেখে নিন জোটের আংশিক প্রার্থী তালিকা –

প্রথম দফা (৩০)

পটাশপুর – সৈকত গিরি (সিপিআই)
কাঁথি উত্তর – সুতনু মাইতি (সিপিএম)
খেজুরি – হিমাংশু দাস (সিপিএম)
তমলুক – গৌতম পণ্ডা (সিপিআই)
কাঁথি দক্ষিণ – অনুরূপ পান্ডা(সিপিআই)
রামনগর – সব্যসাচী জানা (সিপিএম)
এগরা – চূড়ান্ত নয়
দাঁতন – শিশির পাত্র (সিপিএম)
নয়াগ্রাম – হরিপদ সোরেন (সিপিএম)
গোপীবল্লভপুর – প্রশান্ত দাস (সিপিএম)
ঝাড়গ্রাম – মধুজা সেনরায় (সিপিএম)
কেশিয়াড়ি – পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
খড়গপুর -শেখ সাদ্দাম আলি (সিপিএম)
শালবনি – সুশান্ত ঘোষ (সিপিএম)
বিনপুর – দিবাকর হাঁসদা (সিপিএম)
বান্দোয়ান – সুশান্ত বেসরা (সিপিএম)
বলরামপুর – কংগ্রেস
বাগমুন্ডি – কংগ্রেস
জয়পুর – ধীরেন মাহাতো (ফরওয়ার্ড ব্লক)
পুরুলিয়া – কংগ্রেস
মানবাজার – যামিনীকান্ত মান্ডি (সিপিএম)
কাশীপুর – মল্লিকা মাহাতো (সিপিএম)
পারা – স্বপন বাউড়ি (সিপিএম)
রঘুনাথপুর – আইএসএফ
শালতোড়া – আইএসএফ
ছাতনা – ফাল্গুনি মুখোপাধ্য়ায় (আরএসপি)
রানিবাঁধ – দেবলীনা হেমব্রম (সিপিএম)
রায়পুর – আইএসএফ

দ্বিতীয় দফা (৩০)

গোসাবা – অনিল মণ্ডল (আরএসপি)
পাথরপ্রতিমা- কংগ্রেস
কাকদ্বীপ – কংগ্রেস
সাগর – ডঃ শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম)
পাঁশকুড়া পূর্ব – শেখ ইব্রাহিম আলি (সিপিএম)
পাঁশকুড়া পশ্চিম – চিত্তদাস ঠাকুর (সিপিআই)
ময়না- কংগ্রেস
নন্দকুমার – করুণাশংকর ভৌমিক (সিপিএম)
মহিষাদল – আইএসএফ
হলদিয়া – মনিকা কর ভৌমিক (সিপিএম)
নন্দীগ্রাম- চূড়ান্ত হয়নি
চণ্ডীপুর – আশিস গুছাইত (সিপিএম)
খড়গপুর সদর – কং
নায়ারণগড় – তাপস সিনহা (সিপিএম)
সবং- কংগ্রেস
পিংলা – চূড়ান্ত নয়
ঘাটাল – কমল দোলুই (সিপিএম)
চন্দ্রকোণা – আইএসএফ
ডেবরা – প্রাণকৃষ্ণ মণ্ডল (সিপিএম)
কেশপুর – রামেশ্বর দোলুই (সিপিএম)
তালড্যাংরা – মনোরঞ্জন পাত্র (সিপিএম)
বাঁকুড়া – কংগ্রেস
বড়জোড়া – সুজিত চক্রবর্তী (সিপিএম)
ওন্দা – তারাপদ চক্রবর্তী (ফরওয়ার্ড ব্লক)
বিষ্ণুপুর- কংগ্রেস
কোতুলপুর- কংগ্রেস
ইন্দাস – নয়ন শীল (সিপিএম)
সোনামুখী- অজিত রায় (সিপিএম)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *