Breaking News

স্কুলে স্পোর্টস ক্লাসে দৌড়তে গিয়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের!কামালগাজির স্কুলে শারীরশিক্ষার ক্লাসে দুর্ঘটনা

প্রসেনজিৎ ধর, কলকাতা:- নবম শ্রেণির শারীরশিক্ষার ক্লাস চলছিল। পড়ুয়াদের দৌড়ের প্রতিযোগিতার মধ্যে অঘটন। দৌড়োতে দৌড়োতে মুখ ঠুকে পড়ে যায় এক ছাত্র। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, মৃত্যু হয়েছে ১৫ বছরের অর্কদীপ বাগের। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি এলাকার নাম করা একটি ইংরেজি মাধ্যম স্কুলে।তবে কী ভাবে অর্কদীপের মৃত্যু হলো তা এখনও পর্যন্ত জানা যায়নি। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রের খবর, অর্কদীপ রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। সে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র। এদিন দুপুরে অর্কদীপের মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছতেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। স্কুলে অর্কদীপের মৃত্যুর খবর শোনার পরেই শোকস্তব্ধ তার সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকারা। স্কুলে এভাবে পড়ুয়ার মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। গোটা ঘটনা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে শোকস্তব্ধ মৃত পড়ুয়ার সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা। বাড়িতে খবর পৌঁছোতেই কান্নায় ভেঙে পড়েন অর্কদীপের বাবা-মা, আত্মীয়-স্বজন। তাঁদের দাবি, ছেলের কোনও অসুখ ছিল না। সুস্থ-স্বাভাবিক, ছটফটে ছেলের এ ভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউই। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে নরেন্দ্রপুর থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, ঠিক কী কারণে তার মৃত্যু হল, কারণ খোঁজা হচ্ছে। স্কুলের সিসিটিভির ফুটেজও হাতে পেয়েছেন তদন্তকারীরা। শিক্ষক এবং পড়ুয়াদের একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *