সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর:- নির্বাচনের আগেই রাজ্যের সর্বত্র হিংসার ঘটনা ঘটছে | আবারও বিজেপির দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট অঞ্চলের পুরুষত্তমপুর এলাকায়| বিজেপির অভিযোগ শুক্রবার প্রার্থী ঘোষণা হওয়ার পর রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা, পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়া হয় | তাঁদের দাবি বিজেপির প্রায় পঞ্চাশটা পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে |
পাশাপাশি, কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ| এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সমগ্র এলাকায়| যদিও বিজেপির এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি এলাকায় বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে | তৃণমূলের দাবি,সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই তাই এই সমস্ত অভিযোগকে হাতিয়ার করে প্রচারের আলোতে আসতে চাইছে বিজেপি| বিজেপির অভিযোগ নির্বাচনের ঘণ্টা বেজে যাওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি করা সৃষ্টি করছে তৃণমূল |