প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসআইআর নিয়ে রাজ্যজুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। মুখ্য নির্বাচন কমিশনারের বিশেষ নিবিড় সংশোধন ঘোষণার পর থেকেই রাজ্যে এখনও পর্যন্ত সাতজন মারা গিয়েছে বলে খবর। আজ, বুধবারও ভাঙড়ের কাশীপুরে মিলেছে রফিক গাজি নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ। এসআইআর আতঙ্কেই মৃত্যু বলে দাবি করা হচ্ছে। এসআইআর নিয়ে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে মঙ্গলবার মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল জোড়াসাঁকোর সভা থেকে অভিষেক আশ্বাস দিয়ে বলেন চিন্তার কোনও কারণ নেই। তৃণমূলের লিগাল সেল পাশে থাকবে বলে জানান তিনি। যে কোনও সমস্যায় সহযোগিতা করা হবেও বলে জানান অভিষেক।জানা গিয়েছে, চলতি মাসে দশদিন রাজ্যজুড়ে জনসভা করবে তৃণমূলের লিগাল সেল। এক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হবে উত্তরবঙ্গ ও শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। জানা গিয়েছে, আগামী ১১ তারিখ কলকাতা থেকে শুরু হবে কর্মসূচি। ওইদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিল হবে। তারপর দুপুর ৩ টেয় ডোরিনা ক্রসিংয়ে হবে জনসভা। সূত্র মারফত জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই প্রস্তুতি শুরু করে তৃণমূলের লিগাল সেল। আগামী ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে জনসভা করবে লিগাল সেল। বিজেপির এই চক্রান্তকে প্রতিহত করতে জনসাধারণকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করবে তারা। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে দলীয় কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে, বিশেষ করে পুর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গের একাধিক এলাকায় | তাই এবার জনগণের কাছে পৌঁছে “আইনের পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই” বার্তা দিতে চায় শাসক দল।দলীয় সূত্রে খবর, প্রতিটি জেলার সভায় স্থানীয় আইনজীবীরা অংশ নেবেন এবং সাধারণ মানুষকে বোঝাবেন— কীভাবে কমিশনের ‘অপব্যবহার’-এর বিরুদ্ধে আইনি প্রতিরোধ গড়ে তোলা যায়।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, “বিজেপির ষড়যন্ত্রের মুখে ভয় না পেয়ে কাজ করুন। আইনি সহায়তার দায়িত্ব নেবে দল।”
Hindustan TV Bangla Bengali News Portal