Breaking News

বিধানসভা ভোটের আগে ফের দলবদল!কংগ্রেসে ফিরলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি নেতা অমল আচার্য

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ফের কংগ্রেসে ফিরলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি নেতা অমল আচার্য।অমল ভট্টাচার্যের সঙ্গেই এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন প্রায় সাত জন প্রাক্তন পঞ্চায়েত সমিতির পদাধিকারীও। অমল আচার্য কংগ্রেসে যোগ আগামিদিনে উত্তরবঙ্গে দলের শক্তি বাড়াবে বলেই দাবি। এদিন কংগ্রেসে যোগ দিয়েই একরাশ আক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে গিয়েছিলাম। জেলায় তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করেছিলাম। দু’বার বিধায়ক হয়েছিলাম। কিন্তু ২০২১ সালে টিকিট দেওয়া হল না।” এই প্রসঙ্গে অমলবাবুর দাবি, ”একটা সান্ত্বনা আশা করেছিলাম। সেটাও দেওয়া হয়নি।” তবে টিকিট না পাওয়ার আক্ষেপ থেকেই ফের কংগ্রেসে যোগ?এই প্রসঙ্গে অবশ্য প্রাক্তন বিধায়কের দাবি, ”টিকিট পাওয়া, না পাওয়া কোনও বিষয় নয়। কিন্তু আমিও তো মানুষ, খারাপ লাগে।”কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি অমল আচার্যের। এরপর যদিও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ইটাহার থেকে ২০১১ এবং ২০১৬ সালে বিধায়কও হয়েছিলেন তৃণমূলের টিকিটে। শুধু তাই নয়, তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি হিসাবেও দায়িত্ব সামলেছেন দীর্ঘ সময় ধরে। ছিলেন অন্যান্য একাধিক পদেও। যদিও ২০২১ বিধানসভা নির্বাচনে অমল আচার্যকে টিকিট দেয়নি তৃণমূল। এরপরেই ধীরে ধীরে রাজনৈতিক জমি হারাতে শুরু করেন। যোগ দেন বিজেপিতে। কিন্তু কখনই সক্রিয়ভাবে সে দলে অমল আচার্যকে দেখা যায়নি। অবশেষে বিধানসভা ভোটের আগে ফের দলবদল করে কংগ্রেসে ফিরলেন অমল আচার্য |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *