Breaking News

‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না…?”অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-তিন বছর তিন মাস পরে জেল থেকে মুক্তি। জামিনে ছাড়া পেয়ে নাকতলার বাড়িতে ফেরা। মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের চোখে জলই দেখা গিয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ‘বিশেষ বন্ধুত্ব’ নিয়ে কম জলঘোলা হয়নি। সাড়ে তিন বছর পর জেল থেকে বেরিয়ে সেই প্রসঙ্গে এ বার মুখ খুললেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা সাসপেন্ডেড তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ বলেন, “লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না!”
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। জামিনে মুক্ত হয়ে সবে মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি ফিরেছেন। বুধবারই স্বীকার করলেন, অর্পিতা তাঁর বান্ধবী। অর্পিতার ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছিল, তা নিয়েও মুখ খুলেছেন পার্থ। গত সাড়ে তিন বছরে জেলে থাকাকালীন তেমন কোনও কাজ করতে পারেননি বলে নিজের বিধায়ক তহবিলের টাকা ফেরত দিয়ে দিতে চান পার্থ। জানিয়েছেন, কিছু টাকা রেখে বাকিটা দলনেত্রীর হাতে তুলে দেবেন।পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, ‘‘অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধার কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তা দেখাবেন? আর এখানে, দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে, দিদিমণি তো খবর রাখেন না তা না! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের ক’টা বদল হল আর ক’টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন। আমি না একেবারে বুদ্ধবাবুর মতো বুঝলেন! আমার যদি মেন্টর থাকেন কেউ, সংসদীয়তে তাহলে হাশিম আব্দুল হালিম। আর কাকে দেখে, কাকে আক্রমণ করে করতে হবে, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর কে আমার নেতা? তাঁর নাম মমতা। এই নিয়ে এতদিন রাজনীতি করেছি।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *