দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে বিতরণ করা খিচুড়িতে সাপের খোলস | সেই বিষাক্ত খিচুড়ি খেয়ে অসুস্থ অন্তত ২০টি শিশু। দ্রুত তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের দাবি, চূড়ান্ত গাফিলতির কারণেই এই অবস্থা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে চলে এই বিক্ষোভ। ঘটনার খবর পেয়েই ছুটে আসে বিশাল পুলিশবাহিনী।অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নেওয়া খিচুড়ি কিছুটা বাচ্চাদের খাইয়ে দেওয়ার পর তাদের মা দেখতে পান খাবারের মধ্যে একটি সাপের খোলস। গ্রামে মসজিদে থেকে মাইকিং করে এলাকার মানুষকে জানানো হয়, যাতে ওই অঙ্গনওয়াড়ি থেকে দেওয়া খাবার যেন কেউ না খায়।এই ঘটনা জানাজানি হতেই তুমুল শোরগোল শুরু হয় এলাকায়। নদিয়ার চাপড়ার ডোমপুকুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।প্রথমে ওই খিচুড়ি খাওয়ার পর দুটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। পরপর অসুস্থ হতে থাকে আরও শিশুরা।তৈরি হয় প্রবল উত্তেজনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ওই খাবার খেয়ে এখনো পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে কুড়িটি শিশু বলে জানা যায়। অসুস্থ শিশুদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এলাকার মানুষ। সূত্রের খবর, চাপড়ার ডোমপুকুর রাস্তা পড়ার বাসিন্দা ফারজিনা খাতুন জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য খাবার আনতে গিয়েছিলেন। তিনি সেখান থেকে খাবার নিয়ে বাড়ি চলে এসে তাঁর শিশুদের খিচুড়ি খাওয়াচ্ছিলেন। কিছুটা খাওয়ানোর পরই তিনি দেখতে পান, খিচুড়িতে কিছু একটা পড়ে রয়েছে। যা দেখে তাঁর সন্দেহ হয়। কিছুটা খতিয়ে দেখতেই তিনি বুঝতে পারেন, খিচুড়িতে রয়েছে একটি সাপ খোলস অভিভাবকদের জানানোর পর সবাই মিলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে গিয়ে তুমুল বিক্ষোক্ষ দেখান। তাঁদের দাবি, একাধিকবার খাবারের মান নিয়ে মানুষের ও অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।ফলে চূড়ান্ত গাফিলতির কারণেই এই ঘটনা বলে দাবি। এরপরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেঝাতে শুরু করেন অভিভাবকরা। অন্যদিকে এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে স্থানীয় চাপড়া ব্লকের শিশু সংহতি বিকাশ দফতর। ঘটনার তদন্ত শুরু করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal