প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘ওরা ভুলে যাচ্ছে বাংলা ভারতের অংশ।’ সংবিধান দিবসে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সংবিধান দিবসে রেড রোডে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন তিনি। তাঁর হাতে ধরা ছিল লালরঙা প্রচ্ছদের একটি সংবিধান। আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের পরেই কেন্দ্র এবং বিজেপিক ধিক্কার জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশে নিরপেক্ষতা নেই, একপক্ষ চলছে।অম্বেডকর-মূর্তিতে মাল্যদানের পরেই মমতা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে বলেন, “স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এতে আমরা স্তম্ভিত, দুঃখিত, মর্মাহত এবং শোকাহত।” দেশে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। সংবিধান খুলে প্রস্তাবনার অংশটি পাঠ করেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, একটি সংবাদপত্রের প্রতিবেদন পড়ে তিনি জেনেছেন যে, সংসদে জয় হিন্দ এবং বন্দে মাতরম আর বলা যাবে না। বিষয়টি নিয়ে দলের সাংসদদের কাছে খোঁজখবর নেবেন বলেও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা স্বাধীনতা আন্দোলন করেছিলেন, তাঁদের স্লোগান ছিল বন্দে মাতরম। কী করে ভুলে যাচ্ছে? তার মানে বাংলার পরিচয় (আইডেন্টিটি) এরা নষ্ট করতে চায়। এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের অংশ।” মুখ্যমন্ত্রী এ-ও স্মরণ করিয়ে দেন যে সংবিধান প্রণেতা অম্বেডকর বাংলা থেকে জিতেই গণপরিষদে গিয়েছিলেন।ভারতের সংবিধান ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয়েছিল। ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এই দিনটি ‘সংবিধান দিবস’ বা ‘জাতীয় আইন দিবস’ হিসেবে পালিত হয়। বিআর আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন। ভারতবর্ষ বহু ভাষা, জাতি, ধর্মের দেশ। এই এদেশের নাগরিকদের সকলের সমান অধিকার। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সার্বভৌমত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যাতে অক্ষুন্ন থাকে, সেই কথাও সংবিধানে বলা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal