নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগণা :- ব্রিগেডের সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ,কোথাও আবার হল বোমাবাজিও | এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং |জানা গেছে,ঘটনার সূত্রপাত বিজেপি কর্মীদের ব্রিগেডমুখী গাড়ি আটকানোকে ঘিরে | অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের গাড়ি মাঝ রাস্তায় আটকে দেন | পাল্টা তৃণমূল কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে | দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হন | এরপর ঘটনায় বোমাবাজিও চলে এলাকায় বলে অভিযোগ | এ নিয়ে সকালের দিকে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় | ঘটনাস্থলে যায় সিআরপিএফ জওয়ান ও ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা | এক বিজেপির কর্মীর অভিযোগ, “শাসকশিবিরের লোকেরা বস্তায় বোমা নিয়ে এসেছিল | আমাদের কর্মীদের হাতে পায়ে লেগেছে |” যদিও ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সাজাহান মোল্লা বলেন. “বোমাবাজির অভিযোগ ভিত্তিহীন | কোথাও কোনও বাধা দেওয়া হয় নি |” যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছেন তিনি |