Breaking News

বেলডাঙায় বাবরি মজসিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হুমায়ুন কবীরের!ডাক দিলেন বিধানসভায় ‘অপজিশন’ হওয়ারও

প্রসেনজিৎ ধর :-বেলডাঙায় বাবরি মজসিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেই আগামী বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দল ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন। আগামী বিধানসভায় ১৩৫ আসনে প্রার্থী দেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এবার ডাক দিলেন বিধানসভায় ‘অপজিশন’ হওয়ার।
আজ বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির। রীতিমতো ফিতে কেটে উদ্বোধন করেন তিনি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিন ছিল। সেই ৬ ডিসেম্বর দিনটিকেই শিলান্যাসের দিন হিসেবে বেছে নিলেন হুমায়ুন কবীর। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় এদিন সকাল থেকেই ছিল উপচে ভরা ভিড়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের ভিড় বাড়াতে থাকেন হুমায়ুন অনুগামীরা। অবশেষে মুর্শিদাবাদের বেলডাঙায় স্থাপিত হল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা পরস্পরকে কোলাকুলি করে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর শুভেচ্ছা জানান। এই নিয়ে হুমায়ুন কবীরের এই কাজের তীব্র সমালোচনা করেছেন কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, কোনও ব্যক্তি বা ব্যক্তিগণ তাদের নির্দিষ্ট জায়গায় মন্দির, মসজিদ, গির্জা বা আরাধনার জায়গা তৈরি করতেই পারেন। এর জন্য তাঁর প্রতি কোনও শাস্তিমূলক ব্যবস্থা কোনওদিন তৃণমূল কংগ্রেস করেনি গ্রহণ বা ভবিষ্যতেও করবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *