প্রসেনজিৎ ধর :-ফার্মেসির ট্রেনিং নিতে হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার ছাত্রী |ওই ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ হাসপাতালেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা থানার গ্রামীণ হাসপাতালে। পুলিশ তদন্তে নেমে হাসপাতালের ওই কর্মীকে গ্রেফতার করেছে। ঘটনা জানাজানি হতে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।মঙ্গলবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের মহিলা রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও কথা বলতে নারাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফার্মেসি নিয়ে ট্রেনিং নেওয়ার জন্য ওই ছাত্রী চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালের এক অস্থায়ী কর্মী তাঁকে সবার আড়ালে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। জানা যাচ্ছে অভিযুক্ত কর্মীর নাম রতন মালাকার, বাড়ি হাবরায়। দীর্ঘদিন ধরেই ওই হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। অভিযোগ, গতকাল ওই ছাত্রী শৌচালয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়েই তাঁর পথ আটকে ধরেন অভিযুক্ত। এমনকি তাঁকে অশ্লীল প্রস্তাব হয়েছিল বলেও থানায় অভিযোগ জানিয়েছেন ছাত্রী। গতকাল এই ঘটনার পরেই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । অন্যদিকে এই ঘটনায় ফের একবার সরকারি হাসপাতালে নারী নিরাপত্তাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে |
Hindustan TV Bangla Bengali News Portal